odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ১

odhikarpatra | প্রকাশিত: ২৫ March ২০২৫ ২৩:১৪

odhikarpatra
প্রকাশিত: ২৫ March ২০২৫ ২৩:১৪

সপ্তাহের শেষে এই অঞ্চলে তীব্র বিমান হামলার পর সোমবার গভীর রাতে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

জাতীয় সংবাদ সংস্থা (এএনআই) জানিয়েছে, ‘কাকাইয়াত আল-জিসর এলাকায় একটি গাড়িতে শত্রুপক্ষের (ইসরাইলি) ড্রোন হামলায় একজন নিহত হয়েছে।’

২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো ইসরাইল তার ভূখণ্ডে রকেট হামলার প্রতিক্রিয়ায় শনিবার দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে আটজনকে হত্যা করে। একটি সামরিক সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আওতাধীন অঞ্চলের কাছে লিটানি নদীর উত্তরে অবস্থিত একটি এলাকা থেকে ওই হামলা চালানো হয়। কোনো পক্ষ রকেট হামলার দায় স্বীকার করেনি।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার বলেছেন, ইসরাইলের উত্তর শহর মেটুলায় রকেট হামলার পর, ‘মেটুলার ভাগ্য বৈরুতের মতোই’ হয়েছে।

চুক্তিতে বলা হয়েছে, লিটানি নদীর দক্ষিণে শুধুমাত্র লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীদের মোতায়েন করা যেতে পারে, হিজবুল্লাহকে তার অবকাঠামো ভেঙে ফেলতে হবে এবং নদীর উত্তরে প্রত্যাহার করতে হবে।

এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করায় হিজবুল্লাহ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সোমবার একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সপ্তাহের শেষে লেবাননের কর্মকর্তারা বৈরুতে বোমা হামলা থেকে ইসরাইলকে বিরত রাখতে ওয়াশিংটন ও প্যারিসের সাথে আলোচনা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: