ঢাকা | বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

এনামুলের সেঞ্চুরিতে দ্বিতীয়স্থানে উঠল গাজী গ্রুপ

odhikarpatra | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫ ২৩:২৪

odhikarpatra
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫ ২৩:২৪

অধিনায়ক এনামুল হক বিজয়ের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

লিগের অষ্টম রাউন্ডে আজ গাজী গ্রুপ ৪ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠল গাজী গ্রুপ। ৮ ম্যাচে ১২ পয়েন্ট আছে মোহামেডানেরও। তবে রান রেটে পিছিয়ে দ্বিতীয়স্থানে নেমে গিয়েছে তারা। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে গুলশান।

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গুলশান। ওপেনার জাওয়াদ আবরার ২১ রানে আউট হলে দ্বিতীয় উইকেটে ১১৫ রানের জুটি গড়েন অধিনায়ক আজিজুল হাকিম ও লিটন দাস। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন।

৫টি চার ও ১টি ছক্কায় আজিজুল ৫৩ রানে এবং ৭টি চার ও ৫টি ছক্কায় ৬২ বলে ৮৩ রানে আউট হন লিটন।

এরপর আলিফ হাসান ইমনের ২৬ ও ইলিয়াস সানির অপরাজিত ৩৮ রানের উপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮১ রানের সংগ্রহ পায় গুলশান। গাজী গ্রুপের আব্দুল গাফফার-আবু হালিম ও আমিনুল ইসলাম ২টি করে উইকেট নেন।

২৮২ রানের জবাবে উদ্বোধনী জুটিতে ৯৪ বলে ১০৬ রান পায় গাজী গ্রুপ। ৭টি চারে ৪০ বলে ৪৫ রান করে প্রথম আউট হন ওপেনার সাদিকুর রহমান।

এরপর মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে ছোট-ছোট জুটিতে গাজী গ্রুপকে জয়ের বন্দরে নেন এনামুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২২তম ও এবারের লিগে সেঞ্চুরি করেন তিনি। ১১টি চার ও ৩টি ছক্কায় ১৪২ বলে অপরাজিত ১৪৪ রান করে সেরা খেলোয়াড় হন এনামুল। তার সাথে ২০ রানে অপরাজিত ছিলেন শেখ পারভেজ জীবন।
গুলশানের হয়ে ৩ উইকেট নেন সানি।



আপনার মূল্যবান মতামত দিন: