odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

ইয়েমেনে মার্কিন যুদ্ধবিমান ১৭ হামলা চালিয়েছে: হুথি

odhikarpatra | প্রকাশিত: ২৬ March ২০২৫ ১৬:০১

odhikarpatra
প্রকাশিত: ২৬ March ২০২৫ ১৬:০১

বুধবার ইয়েমেনের হুথি মিডিয়া জানিয়েছেন, সাদা এবং আমরান এলাকায় কমপক্ষে ১৭টি বিমান হামলা চালানো হয়েছে। একই সাথে এই হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে হুথি।

সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিদ্রোহীদের আনসারোল্লাহ ওয়েবসাইটে বলা হয়েছে যে, মার্কিন যুদ্ধবিমানগুলো আক্রমণাত্মক বিমান হামলা চালিয়েছে। হামলায় নাগরিকদের সম্পত্তির ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো বিবরণ দেয়া হয়নি।

গত ১৫ মার্চ ওয়াশিংটন ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সামরিক আক্রমণের ঘোষণা দেয়। লোহিত সাগর এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ জাহাজ রুটে জাহাজগুলোতে গুলি চালানো বন্ধ না করা পর্যন্ত ব্যাপক শক্তি প্রয়োগের ঘোষণা দেয়।

ওই দিন মার্কিন বিমানের ধারাবাহিক ভাবে হামলা দেখা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন যে হামলায় সিনিয়র হুথি নেতারা নিহত হয়েছেন এবং বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে এতে ৫৩ জন নিহত হয়েছেন।

তারপর থেকে, ইয়েমেনের হুথি-অধ্যুষিত এলাকাগুলো প্রায় প্রতিদিনই আক্রমণের স্বীকার হয়ে আসছে। হামলার জন্য হুথি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। বিদ্রোহীরা মার্কিন সামরিক জাহাজ এবং ইসরাইলকে লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হুথিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে লোহিত সাগর, আরব সাগরে চলাচলের জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে। তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাদের হামলা স্থগিত করে।

চলতি মাসের শুরুতে, তারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল কর্তৃক সাহায্য অবরোধের প্রতিবাদে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথে নতুন করে আক্রমণ চালানোর হুমকি দেয়। জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ইয়েমেনে এটিই প্রথম মার্কিন হামলা।

গত সপ্তাহে, ট্রাম্প হুথিদের নির্মূল করার হুমকি দিয়েছিলেন এবং তেহরানকে এই গোষ্ঠীকে সহায়তা অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: