ঢাকা | শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

টঙ্গীবাড়ীতে পবিত্র কুরআনের সবক ও পুরস্কার বিতরণী

odhikarpatra | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫ ১৮:৪৪

odhikarpatra
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫ ১৮:৪৪


‎টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জঃ

‎২৫শে রমজান  ২৬ শে মার্চ রোজ বুধবার দুপুরে ২ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কুরআনের সবক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎পুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ও মুহাদ্দিস  জামিয়া মোহাম্মাদিয়া আশরাফিয়া
‎সেজাবাদ মাদ্রাসা  মুফতি ইসমাইল বিন ফজল  দাঃরাঃ সভাপতিত্বে
‎এবং বয়স্ক প্রশিক্ষক পুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ বয়স্ক  কোর্সের প্রশিক্ষক
‎হাফেজ মাওলানা আব্দুল হান্নান কারিমীর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন  দিঘীরপাড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের  সম্মানিত ইমাম ও খতিব  সিনিয়র মুহাদ্দিস, মিতারা আশরাফুল উলুম মাদরাসা আলহাজ্ব মুফতি ইমদাদুল হক আরিফী দাঃবাঃ।

‎আরো মেহমান হিসেবে উপস্থিত ছিলেন

‎ জামিয়া মাহমুদিয়া আশরাফিয়া সেরাজাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ আলম ফারুকী দাঃবাঃ, বেশনাল খাদিজাতুল কুবরা আদর্শ মহিলা মাদরাসার পরিচালক প্রিন্সিপাল শেখ হাবিবুর রহমান বিক্রমপুরী,পুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ মফিজল ঢালী,পুরা বাজার কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর ঢালী,পুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মোঃ নুরুদ্দিন খান ।পুরা বাজার কমিটির সেক্রেটারি মোহাম্মদ কালু বেপারী ।

‎আলোচনা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ও পুরস্কার বিতরণ করেন ।

‎অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন পুরাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ বয়স্ক কোর্সের শিক্ষার্থীবৃন্দ ।


‎লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ



আপনার মূল্যবান মতামত দিন: