ঢাকা | রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ইউক্রেন যুদ্ধের আলোচনায় রাশিয়াকে আনতে চীন ভূমিকা রাখতে পারে : ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫ ২৩:৫২

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়াকে আলোচনায় আনতে সাহায্য করায় চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের দিয়াওয়ুতাই রাষ্ট্রীয় অতিথিশালায় ব্যারোট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে চীন ভূমিকা পালন করতে পারে।

‘ইউক্রেনের ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ফ্রান্স ও চীনকে অবশ্যই সমন্বয় সাধন করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘রাশিয়াকে গুরুতর ও সৎ বিশ্বাসের প্রস্তাব নিয়ে আলোচনার টেবিলে আসতে রাজি করাতেও চীনের ভূমিকা রয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: