ঢাকা | শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মিয়ানমারে ৩০ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫ ২২:১২

odhikarpatra
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫ ২২:১২

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ৩০ ঘন্টা পর শনিবার মান্দালয়ের একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল এক নারীকে জীবিত উদ্ধার করেছে। 


বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকারীরা ৩০ বছর বয়সী ফিউ লে খাইংকে স্কাই ভিলা কনডোমিনিয়ামের ধ্বংসস্তূপ থেকে সতর্কতার সাথে বের করে স্ট্রেচারে করে নিয়ে আসেন। এ সময় তাকে করতালি দিয়ে স্বাগত জানানো হয়। উদ্ধার করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তার স্বামী ইয়ে অং স্ট্রেচার থেকে তাকে নামানোর সময় জড়িয়ে ধরেন। 

ইয়ে অং বলেন, শুরুতে আমি ভাবিনি যে সে বেঁচে থাকবে। আমি খুব খুশি যে আমার স্ত্রীর বেঁচে থাকার সুখবর শুনেছি। তিনি বলেন আমার দুই ছেলে আছে। আট বছর বয়সী উইলিয়াম এবং পাঁচ বছর বয়সী ইথান।

রেড ক্রসের একজন কর্মকর্তা এর আগে এএফপিকে বলেছিলেন, অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষের নিচে ৯০ জনেরও বেশি লোক আটকা পড়ে থাকতে পারে।

শুক্রবার বিকেলে মিয়ানমারে মান্দালয়ের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। তার কয়েক মিনিট পরেই ৬ দশমিক ৭ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: