odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

গ্রীসে অভিবাসী নৌকা ডুবিতে ৪ জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৩ April ২০২৫ ১৮:০৩

odhikarpatra
প্রকাশিত: ৩ April ২০২৫ ১৮:০৩

 লেসবোস দ্বীপের কাছে বৃহস্পতিবার একটি অভিবাসীবাহী নৌকা ডুবিতে চারজনের প্রাণহানি হয়েছে।

উপকূলরক্ষীর উদ্ধৃতি দিয়ে এথেন্স থেকে এএফপি এ খবর জানায়।

উপকূলরক্ষীরা এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী তুরস্কের উপকূল থেকে অল্প দূরে লেসবোসের কাছে মৃদু আবহাওয়ায় প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তারা ২৩ জনকে উদ্ধার করেছে ও অন্যান্য জীবিতদের সন্ধান করছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, বছরের শুরু থেকে প্রায় ৯ হাজার মানুষ দেশটিতে প্রবেশ করেছে। যাদের বেশিরভাগই সমুদ্র পথে প্রবেশ করে। সংস্থার পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে ৫৪ সহস্রাধিক প্রবেশ করে।

গ্রিসের রক্ষণশীল সরকার অভিবাসনের বিষয়ে দেশের অবস্থান কঠোর করেছে।

বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস বলেন, যদি কেউ অবৈধভাবে গ্রিসে প্রবেশ করতে চায় এবং আশ্রয়ের যোগ্য না হয়, তাহলে সে যেখান থেকে এসেছে সেখানেই তাকে ফেরত পাঠানোর জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে



আপনার মূল্যবান মতামত দিন: