ঢাকা | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পারটেক্সকে হারিয়ে সুপার সিক্সে গাজী গ্রুপ

odhikarpatra | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার সিক্স নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আজ দশম রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ১৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। এই নিয়ে দ্বিতীয়বার চলতি আসরে দেড়শ রানের বেশি ব্যবধানে কোন দলকে হারাল গাজী গ্রুপ।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠল গাজী গ্রুপ। সমানসংখ্যক ম্যাচে আবাহনী লিমিটেড ১৮ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দু’টি স্থানে আছে। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে পারটেক্স।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০২ রান করে গাজী গ্রুপ।

অধিনায়ক এনামুল হক ৯টি চারে সর্বোচ্চ ৭৮ রান করেন। পাশাপাশি সাব্বির হোসেন ২টি করে চার-ছক্কায় অপরাজিত ৬৪ এবং রুয়েল মিয়া ৪টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন। এছাড়াও সাদিকুর রহমান ৪৬ ও তোফায়েল আহমেদ ৩৭ রান করেন।

পারটেক্সের তিন বোলার ২টি করে উইকেট নেন।

৩০৩ রান তাড়া করতে নেমে গাজী গ্রুপ বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে পারটেক্স। ৩১.৫ ওভারে ১৩২ রানে অলআউট হয় তারা। দলের হয়ে ওপেনার আদিল বিন সিদ্দিক সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন।

দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন আরেক ওপেনার মঈনুল ইসলাম দিপ। গাজী গ্রুপের রুয়েল-ওয়াসি সিদ্দিক ও তোফায়েল ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন রুয়েল।



আপনার মূল্যবান মতামত দিন: