
ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চার ম্যাচ পর জয়ের দেখা পেল সানরাইজার্স হায়দারাবাদ।
গতরাতে অনুষ্ঠিত ম্যাচে হায়দারাবাদ ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। অভিষেকের ৫৫ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে পাঞ্জাবের ছুঁড়ে দেওয়া ২৪৬ রানের টার্গেট স্পর্শ করে জয়ে নিয়ে মাঠ ছাড়ে হায়দারাবাদ।
হায়দারাবাদের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ ওভারে ৬৬ রানের সূচনা করেন পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। ২টি চার ও ৪টি ছক্কায় ১৩ বলে ৩৬ রানে আউট হন আগের ম্যাচে সেঞ্চুরি করা প্রিয়াংশ। ২৩ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪২ রান করেন প্রভসিমরন।
দলীয় ৯১ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর পাঞ্জাবকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৬টি করে চার-ছক্কায় সাজানো আইয়ারের ৩৬ বলে ৮২ এবং শেষদিকে মার্কাস স্টয়নিসের ১১ বলে ১টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৩৪ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ২৪৫ রান পায় পাঞ্জাব। হায়দারাবাদের হার্ষাল প্যাটেল ৪২ রানে ৪ উইকেট নেন।
জবাবে ২৪৬ রানের টার্গেটে উড়ন্ত সূচনা করেন হায়দারাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক। ৭৫ বলে ১৭১ রান যোগ করেন তারা। হায়দরাবাদের হয়ে আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭১ রানের উদ্বোধনী জুটি গড়েন হেড ও অভিষেক।
৯টি চার ও ৩টি ছক্কায় ৩৭ বলে ৬৬ রান তুলে প্রথম ব্যাটার হিসেবে আউট হন হেড। ব্যক্তিগত ২৮ রানে জীবন পেয়ে মাত্র ৪০ বলে টি-টোয়েন্টিতে সপ্তম সেঞ্চুরি করেন অভিষেক। বল বিবেচনায় আইপিএলে এটি পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে এটি তৃতীয় দ্রুততম।
১৭তম ওভারে দলীয় ২২২ রানে আউট হন অভিষেক। ১৪টি চার ও ১০টি ছক্কায় ৫৫ বলে ১৪১ রান করেন তিনি। আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সব মিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ রান।
এছাড়াও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ ১০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন অভিষেক।
অভিষেক ফেরার পর হায়দারাবাদের জয় নিশ্চিত করেছেন উইকেটরক্ষক হেনরিচ ক্লাসেন ও ইশান কিশান। ক্লাসেন ১৪ বলে ২১ এবং কিশান ৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন অভিষেক।
জয় দিয়ে এবারের আইপিএল শুরুর পর টানা চার ম্যাচ হারের স্বাদ পায় হায়দারাবাদ। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে উঠেছে তারা। ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে আছে পাঞ্জাব।
দিনের প্রথম ম্যাচে লক্ষ্মৌ সুপার জায়ান্টস ৬ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্সকে। ৬ ম্যাচ শেষে সমান ৮ করে পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে- গুজরাট ও লক্ষ্মৌ।
আপনার মূল্যবান মতামত দিন: