ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

চরম উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পাকিস্তানের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫ ২২:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫ ২২:০৬

 

messenger sharing button

কাশ্মীরে সাম্প্রতিক হার ঘটনার জেরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান এবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। 

জিও নিউজ, এএনআই ও ডন-এর প্রতিবেদনে একথা জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাকিস্তান বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে, আগামী ২৪ থেকে ২৫ এপ্রিলের মধ্যে দেশটি তার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে করাচি উপকূল থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছে বলে দাবি করা হচ্ছে।

যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ইসলামাবাদ এমন পদক্ষেপ নিলে তা আঞ্চলিক উদ্বেগ বাড়াতে পারে। ‘পাক ইন্টেল মনিটর’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকেও একই তথ্য জানানো হয়েছে।
জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেয়ার একদিন পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ তথ্য সামনে এলো।

এদিকে, নয়াদিল্লির পদক্ষেপের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা পর্যালোচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) সভা হয়েছে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জিও নিউজের এক অনুষ্ঠানে বলেছেন, ‘জাতীয় নিরাপত্তা কমিটি ভারতকে উপযুক্ত জবাব দেবে।’

স্থানীয় সূত্রগুলো বলছে, এনএসসি’র বৈঠকে শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ভারতের তাড়াহুড়ো করে ঘোষিত পদক্ষেপ পর্যালোচনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের গৃহীত পদক্ষেপগুলোকে ‘অনুপযুক্ত’ এবং ‘গুরুত্বহীন’ বলে দুঃখ প্রকাশ করে ইসহাক দার বলেন, সাম্প্রতিক কাশ্মীরে ‘সন্ত্রাসী ঘটনার’ সঙ্গে পাকিস্তানের যোগসূত্রের কোনো প্রমাণ দিতে পারেনি নয়াদিল্লি।



আপনার মূল্যবান মতামত দিন: