
গতকাল শনিবার ইরানের শহীদ রাজাঈ বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন ৭৫০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দুর্ঘটনাস্থলে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি সম্প্রচারককে বলেন, ‘এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত এবং ৭৫০ জন আহত হয়েছেন। দেশের অন্যান্য শহর এবং তেহরান থেকে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘আমরা আশা করি আগামী কয়েক ঘন্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হব।’ তাৎক্ষণিক ভাবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: