odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

সিরাজদিখান দুর্ধর্ষ চুরি 

odhikarpatra | প্রকাশিত: ২৮ April ২০২৫ ১৮:০৮

odhikarpatra
প্রকাশিত: ২৮ April ২০২৫ ১৮:০৮

ন্সীগঞ্জ সিরাজদিখানে চুরি ঘটনা বেড়ে চলছে

রোববার ২৭ এপ্রিল দিবাগত রাত উপজেলা পরিষদ মোড়ের দোকানের স্যাটার এর তালা ভেঙে দুর্ধর্ষ চুরির 

ঘটনা ঘটে। এতে দোকানের ক্যাশে থাকা টাকা ও কয়েকটি চাউলের বস্তা, দুটি  চিনির বস্তা,একটি আইসক্রিম ভর্তি ফ্রিজ, দোকানে থাকা সিগারেট,সোয়াবিন তৈল, নুডুলস,কোমল পানি ও মূল্যবান কসমেটিকস চোরেরা চুরি করে নিয়ে যায়। 


ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মনির হোসেন বলেন উপজেলা পরিষদের এই মোড় অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। কারণ এখনে রয়েছে পরিষদ ভবন থেকে গুরুত্বপূর্ণ সকল অফিস অথচ কোন নিরাপত্তাই নাই এই এলাকায় একটি সিকিউরিটি গার্ড নাই অত্যান্ত ঝুঁকি নিয়ে আমরা ব্যাবসা করি। চুরির ঘটনায় আমার প্রায় তিনলক্ষ টাকার ক্ষতি হয়েছে আমি এই চুরির ঘটনায় উপযুক্ত বিচার চাই আমি আমার ক্ষতিপূরণ চাই।

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি 



আপনার মূল্যবান মতামত দিন: