ঢাকা | রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মুম্বাইয়ের টানা ষষ্ঠ জয়ে প্লে-অফের স্বপ্নভঙ্গ রাজস্থানের

odhikarpatra | প্রকাশিত: ২ মে ২০২৫ ১৬:৫৮

odhikarpatra
প্রকাশিত: ২ মে ২০২৫ ১৬:৫৮

টানা ষষ্ঠ জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতরাতে নিজেদের ১১তম ম্যাচে মুম্বাই ১০০ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। 

এই জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে মুম্বাই। এই হারে প্লে-অফে খেলা আশা শেষ হয়ে গেল রাজস্থানের। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে তারা। 

জয়পুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাইকে ৭১ বলে ১১৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। ৭টি চার ও ৩টি ছক্কায় ৩৮ বলে ৬১ রানে আউট হন রিকেলটন। ৯টি বাউন্ডারিতে ৩৬ বল খেলে ৫৩ রান করেন রোহিত।  

১২৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর মুম্বাইকে বড় সংগ্রহ এনে দেন সূর্যকুমার যাদব ও অধিনায়ক হার্ডিক পান্ডিয়া। তৃতীয় উইকেটে রাজস্থান বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন তারা। ৪৪ বলে অবিচ্ছিন্ন ৯৪ রানের জুটি গড়েন সূর্য-পান্ডিয়া । এই জুটির উপর ভর করে ২০ ওভারে ২ উইকেটে ২১৭ রানের বড় সংগ্রহ পায় মুম্বাই। 
সমান ২৩ বল করে খেলে ৪৮ রানেই অপরাজিত থাকেন সূর্য ও পান্ডিয়া। সূর্য ৪টি চার ও ৩টি ছক্কা এবং পান্ডিয়া ৬ চার ও ১ ছক্কা হাকান।

জবাবে প্রথম ওভারের চতুর্থ বলে খালি হাতে বিদায় নেন রাজস্থানের ১৪ বছর বয়সী তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। আগের ম্যাচেই গুজরাট টাইটান্সের বিপক্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন বাঁ-হাতি ব্যাটার সূর্যবংশী।

শুরুতে উইকেট হারানোর পর আর মুম্বাই বোলারদের সামনে জ্বলে উঠতে পারেনি রাজস্থানের ব্যাটাররা। শেষ পর্যন্ত  ১৬ দশমিক ১ ওভারে ১১৭ রানে অলআউট হন তারা। 
দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন পেসার জোফরা আর্চার। এছাড়া অধিনায়ক রিয়ান পরাগ ১৬ ও শুভম দুবে ১৫ রান করেন। মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ট ও কর্ণ শর্মা ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মুম্বাইয়ের রিকেলটন।



আপনার মূল্যবান মতামত দিন: