odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th October 2025, ৩০th October ২০২৫

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাক চাপায় এক শিশু নিহত

odhikarpatra | প্রকাশিত: ৩ May ২০২৫ ১৪:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৩ May ২০২৫ ১৪:৫৭

নেত্রকোনার কলমাকান্দায় ট্রাক চাপায় আব্দুল্লাহ (৯) নামে এক শিশু নিহত হয়েছে।


আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের পোগলা ইউনিয়নের হীরাকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মেদের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ তার মায়ের সাথে তার নানার বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সকালে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বাড়ির বাইরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। আশপাশের লোকজন এ সময় ঘাতক ট্রাক ও চালক মাহমুদুল(২৫) কে আটক করে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ এখন কলমাকান্দা থানায় আছে। কিছুক্ষণ পর কলমাকান্দা উপজেলা হাসপাতালে পাঠানো হবে।নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: