
ইয়েমেন থেকে উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র রোববার ইসরাইলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করেছে।
জেরুজালেম থেকে এএফপি এ তথ্য জানায়।
ঘটনাস্থল থেকে পুলিশের কেন্দ্রীয় জেলা প্রধান ইয়ার হেজরোনি বাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে বলা হয়, ‘আপনারা আমাদের পিছনের এলাকাটি দেখতে পাচ্ছেন। এখানে কয়েক ডজন মিটার প্রশস্ত ও কয়েক ডজন মিটার গভীর একটি গর্ত তৈরি হয়েছে।’
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে
আপনার মূল্যবান মতামত দিন: