odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

তুরস্কে পুতিনের বৈঠক এড়ানো হবে যুদ্ধ বন্ধে তাদের অনিচ্ছার চূড়ান্ত সংকেত : কিয়েভ 

odhikarpatra | প্রকাশিত: ১৩ May ২০২৫ ২২:৪১

odhikarpatra
প্রকাশিত: ১৩ May ২০২৫ ২২:৪১

ইউক্রেন মঙ্গলবার বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন যদি বৃহস্পতিবার তুরস্কে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক এড়িয়ে যান, তাহলে এটি যুদ্ধ বন্ধে তাদের অনিচ্ছার ‘স্পষ্ট সংকেত’ হিসেবে গণ্য হবে।


জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়েরমাক ইউক্রেনীয় প্রেসিডেন্সি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা  এএফপি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘যদি ভ্লাদিমির পুতিন তুরস্কে আসতে অস্বীকৃতি জানান, তাহলে এটি চূড়ান্ত সংকেত হিসেবে গণ্য হবে যে, রাশিয়া এই যুদ্ধ শেষ করতে চায় না, রাশিয়া কোনও সমঝোতার জন্য ইচ্ছুক বা প্রস্তুত নয়।



আপনার মূল্যবান মতামত দিন: