ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ডাইভার্সিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশ

odhikarpatra | প্রকাশিত: ১৫ মে ২০২৫ ১১:৩৮

odhikarpatra
প্রকাশিত: ১৫ মে ২০২৫ ১১:৩৮

স্বৈরাচার, অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক ইউনূস সরকার দ্বারা অবৈধ ভাবে উপমহাদেশের প্রাচীন এবং মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী, গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ,আওয়ামী পরিবার,সরল সহযোগীর অংগসংগঠন সমুহসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,মানবাধিকার সংগঠন এবং ডায়াসপোরার অন‍্যান‍্য সংগঠনের উদ্দোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ডাইভার্সিটি প্লাজায় গত রবিবার,১১ ই মে ২০২৫,রবিবার,সন্ধ্যায় এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে ।খবর বাপসনিউজ ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন‍্যতম উপদেষ্টা ও বাকসু”র সাবেক জিএস ড.প্রদিপ রন্ধন কর-এর সভাপতিত্বে এবং দফতর সম্পাদক ইজ্ঞিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃবখতিয়ার আলী,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দীন,ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার লেখক ও সাংবাদিক এজেডএম সাজ্জাদুর রহমান সবুজ,আওয়ামীলীগ নেতা ও শেখ হাসিনা মন্ত্রের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জালান উদ্দিন জলিল,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক হেলাল মাহমুদ,বীর মুক্তিযোদ্ধা মোয়াজেম হোসেন মাসুদ,নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি শাখাওয়াত আলী,সহ সভাপতি আবুল কাশেম ভূঁইয়া,মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,যুক্তরাষ্ট্রে ছাএলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম,যুক্তরাষ্ট্র ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া,মোঃরজব,মোঃহেলাল,সুলতান মোহাম্মদ,খন্দকার জাহিদুল ইসলাম ও শাহ মাহিনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বাংগালি অধ‍্যশিত জ‍্যকসন হাইটসের রাস্তায় এক বিক্ষোভ মিছিলে উত্তাল স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার বজ্রনিনাদে মুখরিত হয় সমাবেশস্থল।
বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন
ড. ইউনুস, ও আসিফ নজরুলদের ব্রিটেনে অবাঞ্চিত ঘোষনা,আওয়ামীলীগকে নিষিদ্ধ করে দিলেই শেষ নয়, আওয়ামীলীগ আর দিগুন শক্তিশালী হয়ে ফিরে আসবে,অতীত ইতিহাস তাই বলে, উল্লেখ করে বক্তারা বলেন অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা দিয়েছে তাতে বাংলার জনগণের সাথ প্রবাসীরাও হতবাক ও ক্ষুব্ধ। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে কালো দিবস হিসেবে চিহ্নিত থাকবে। যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, আজ স্বাধীন দেশে সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে জনগণের ম্যান্ডেটহীন অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনূস সরকার। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট ইউনূস সরকার বাংলার মাটিকে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর উর্বর ভূমিতে পরিণত করতে চায়। বাংলার মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূলবোধকে নির্বাসিত করা এবং স্বাধীনতাবিরোধীদের নগ্ন উল্লম্ফনকে প্রশয় দেওয়া। আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে বিশ্বময় প্রবাসীরা।
বাংলাদেশ আজ মহা সংকটে পরিনত হয়েছে বলে উল্লেখ করে বক্তারা আরও বলেন ’৭১ এর পরাজিত শক্তি, ভিনদেশিদের যোগসাজশে বাংলাদেশের ভাগ্য নিয়ে নতুন করে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু ধ্বংস করে চলেছে।
সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরোও বলেন,শুধুমাত্র নিজের ব্যক্তিগত ক্ষোভের শোধ নিতেই নাটক সাজাতে এতোকিছু করলো ফ্যাসিস্ট ইউনুস ।
সরকারপন্হী কিছু ছাত্রনেতা আর কিছু সুবিধাবাদী ধর্মীয় রাজনৈতিক দলের রাস্তা দখলে সাবেক এনজিও কর্মকর্তাদের দ্বারা পরিচালিত একটি সরকার যদি দেশের একটি প্রবীনতম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তবে ধরে নিতে হবে বাংলাদেশে নতুন উগ্রবাদি ফ্যাসিবাদের উথ্থান নিশ্চিত হলো। যারা কথায় কথায় জার্মানির উদাহরন টানেন তাদের বলবো বার্লিন পার্লামেন্ট এ ১৯৩০ দশকের আকা হিটলারের ছবিটা ঝুলিয়ে রাখার ইতিহাসটা জানবেন। আইনি সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়া দলটির নিষিদ্ধ করা ফ্যাসিস্ট ইউনূসের ব্যক্তিগত ক্ষোভ ছাড়া আর কিছু নয়। শুধুমাত্র নিজের ব্যক্তিগত ক্ষোভের শোধ নিতেই নাটক সাজাতে এতোকিছু করলেন তিনি।

হাকিকুল ইসলাম খোকন,প্রবাস,প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: