ঢাকা | শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় বিমান হামলায় নিহত ৯৪, পশ্চিম তীরে অভিযান শুরু

odhikarpatra | প্রকাশিত: ১৫ মে ২০২৫ ১৯:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১৫ মে ২০২৫ ১৯:৪৯

অবরুদ্ধ গাজায় বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় ৯৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, আজ ভোর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় ৯৪ জন শহীদ হয়েছেন।

ফিলিস্তিন থেকে এএফপি জানায়, গর্ভবতী এক ইসরাইলি নারীর নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের সামরিক প্রধান জড়িতদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দেওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে অভিযান চলছে এবং রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

উত্তর গাজার ৪৩ বছর বয়সী ফিলিস্তিনি আমির সেলহা জানান, সারা রাত ইসরাইলি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে। ট্যাংক শেলগুলো চব্বিশ ঘণ্টা ধরে আঘাত হানছে। এলাকাটি বাস্তুচ্যুত মানুষ ও তাঁবুতে পরিপূর্ণ।

ইসরাইল ও হামাসের মধ্যে ১৯ মাসের যুদ্ধের বেশিরভাগ গাজাবাসী অন্তত একবার হলেও বাস্তুচ্যুত হয়েছেন।

ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ভেঙে ১৮ মার্চ ইসরাইল পুনরায় গাজায় হামলা শরু করে। এর আগে ২ মার্চ ইসরাইলি দখলদার বাহিনী গাজায় সব ধরনের সাহায্য প্রবেশ বন্ধ করে দেয়।

ইসরাইল বলেছে, হামলার লক্ষ্য ছিল হামাসকে গাজায় জিম্মিদের মুক্ত করতে বাধ্য করা, যাদের বেশিরভাগই ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভূতপূর্ব হামলার পর থেকে আটক আছেন।

মার্কিন-সমর্থিত এনজিও গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জানিয়েছে, ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা এই মাসে গাজায় মানবিক সাহায্য বিতরণ শুরু করবে।

তারা বলেছে, তারা ইসরেইলকে উত্তর গাজায় বিতরণ পয়েন্টগুলো সুরক্ষিত করতে বলেছে এবং ইসরাইল সম্মত হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ১৮ মার্চ থেকে পুনরায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে ২ হাজার ৮৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট মৃতের সংখ্যা ৫৩ হাজার ১০ জনে দাঁড়িয়েছে।

ইসরাইলের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুসারে, হামাসের হামলায় ইসরাইলি পক্ষের ১ হাজার ২১৮ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধ চলাকালে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনো ৫৭ জন গাজায় রয়ে গেছে। জিম্মিদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: