odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

‘গণহত্যাকারী রাষ্ট্র’ ইসরাইলের সঙ্গে ব্যবসা করতে চায়না স্পেন

odhikarpatra | প্রকাশিত: ১৫ May ২০২৫ ২৩:৩৯

odhikarpatra
প্রকাশিত: ১৫ May ২০২৫ ২৩:৩৯

ইসরাইলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, স্পেন ‘এ ধরনের দেশের সাথে ব্যবসা করে না’।


বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইল ইস্যুতে এটিই এখন পর্যন্ত স্পেনের সবচেয়ে জোরালো বক্তব্য।

মাদ্রিদে একটি সংসদীয় প্রশ্নোত্তর পর্বের সময়, পেদ্রো সানচেজ কাতালান সংসদ সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাব দেন, যিনি গাজা যুদ্ধ সত্ত্বেও সমাজতান্ত্রিক এই নেতাকে ইসরাইলের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার অভিযোগ করেছিলেন।

সানচেজ জোর দিয়ে বলেন, আমি এখানে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, মি. রুফিয়ান। আমরা গণহত্যাকারী রাষ্ট্রের সাথে ব্যবসা করি না, করি না।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই প্রথমবারের মতো সানচেজ প্রকাশ্যে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ শব্দটি ব্যবহার করেছেন, যা প্রায়শই তার অতি-বাম জোটের অংশীদার ‘সুমার’ (২০২৩ সালের স্প্যানিশ সাধারণ নির্বাচনের জন্য গঠিত একটি নির্বাচনী জোট) ব্যবহার করত।

সুমার নেতা এবং দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্ডা ডিয়াজ বারবার ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন এবং স্পেন ও ইসরাইলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: