odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th October 2025, ৩০th October ২০২৫

পুকুরের পানিতে ডুবে চট্টগ্রামে যমজ দুই ভাইয়ের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ২৪ May ২০২৫ ২০:০২

odhikarpatra
প্রকাশিত: ২৪ May ২০২৫ ২০:০২

চট্টগ্রাম চট্টগ্রামে জেলার লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সের আবির হোসেন ও আদিল হোসেন নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।


শনিবার দুপুর দেড়টার দিকে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা পল্লনের পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সলিল সমাধি হওয়া দুই শিশু বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা পল্লনের পাড়া এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির সন্তান।

যমজ শিশুদের চাচা এনামুল হক জানান, প্রতিদিনের মতো আজকেও আবির ও আদিল বাড়ির সামনের উঠানে খেলা করছিল। খেলতে-খেলতে তারা হঠাৎ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর স্বজনেরা দুইজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউর আলম খান বলেন, যমজ শিশু দু’টির মৃত্যুর বিষয়টি শুনেছি, তবে তাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: