odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

গাজায় মার্কিন-সমর্থিত সাহায্য বিতরণ ব্যবস্থার নিন্দায় জাতিসংঘ

odhikarpatra | প্রকাশিত: ২৯ May ২০২৫ ২৩:২৮

odhikarpatra
প্রকাশিত: ২৯ May ২০২৫ ২৩:২৮

বিশৃঙ্খলভাবে গাজায় খাদ্য বিতরণের সময় ৪৭ জন আহত হওয়ার খবরে বুধবার জাতিসংঘ মার্কিন-সমর্থিত সাহায্য ব্যবস্থার নিন্দা জানিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা জনতার ওপর গুলি চালায়নি।

ক্ষুধা সংকটের পাশাপাশি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর তীব্র সমালোচনার মধ্যে সাহায্যের বিষয়টি আলোচনায় এসেছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন একটি ছায়াময় গোষ্ঠী। এই সংস্থাটি দীর্ঘদিন ধরে জাতিসংঘের নেতৃত্বাধীন ব্যবস্থাকে এড়িয়ে চলেছে।

জাতিসংঘের মতে, মঙ্গলবার খাদ্যের জন্য মরিয়া হাজার হাজার ফিলিস্তিনি জিএইচএফের সাহায্য বিতরণ স্থানে ছুটে যাওয়ার সময় সংঘটিত সংঘর্ষে ৪৭ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, কমপক্ষে একজন মারা গেছেন।

ফিলিস্তিনি অঞ্চলের জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রধান আজিথ সুংহাই বলেছেন, আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন।
তার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ‘এই সময়ে আইডিএফ থেকে গুলি চালানো হচ্ছিল।’

ইসরাইলি সেনাবাহিনী অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল অলিভিয়ার রাফোভিচ এএফপি’কে বলেছেন, ইসরাইলি সৈন্যরা জিএইচএফ পরিচালিত কেন্দ্রের বাইরে ‘আকাশে সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়েছে’ এবং ‘কোনো অবস্থাতেই জনগণকে লক্ষ্য করে নয়।



আপনার মূল্যবান মতামত দিন: