ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
হিজাব খোলার দায়ে আমেরিকায় ৬০,০০০ ডলার ক্ষতিপূর

হিজাব খোলার দায়ে আমেরিকায় ৬০,০০০ ডলার ক্ষতিপূর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ মার্চ ২০১৮ ০৩:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৮ ০৩:৫৯

হিজাব খোলার দায়ে আমেরিকায় ৬০,০০০ ডলার ক্ষতিপূর

ব্রুকলিনের রাস্তায় মুসলমান নারী।ছবির কপিরাইটGETTY IMAGES
Image captionব্রুকলিনের রাস্তায় মুসলমান নারী।

জোর করে হিজাব খুলে ফেলার এক মামলায় নিউইয়র্ক শহরের কর্তৃপক্ষ তিনজন মহিলার সাথে এক আইনি সমঝোতায় পৌঁছেছে এবং তাদের প্রত্যেককে ৬০,০০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে।

মামলার বাদী তিনজন তরুণী অভিযোগ করেছিলেন যে নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা সবার সামনে তাদের হিজাব খুলে ফেলতে বাধ্য করেছিলেন এবং ছবি তুলেছিলেন।

মামলাটির শুরু ২০১২ সালের। এক তরুণীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় পুলিশ তাকে আটক করে।

ব্রুকলিন পুলিশ প্রিসিংক্টে জনসমক্ষে তাকে হিজাব খুলতে বাধ্য করা হয় এবং ছবি তোলা হয়।

ঐ নারীর বিরুদ্ধে ফৌজদারি মামলাটি আগেই খারিজ হয়ে গিয়েছিল।

কিন্তু হিজাব খোলার ব্যাপারে একই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটার পর এ নিয়ে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং এতদিন ধরে মামলাটি চলছিল।

অবশ্য এরই মাঝে ২০১৫ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগ থেকে কর্মকর্তাদের প্রতি নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

এতে ধর্মীয় প্রয়োজনে যারা মাথা ঢেকে রাখেন, সেটা খুলে ফেলার ব্যাপারে নিয়মাবলী জারি করা হয়।

এই মামলার বাদী পক্ষের উকিল তাহানি আবুশি বিবিসিকে বলেন, মামলাটি শুধু মুসলমানদের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, অন্য যেসব ধর্মে মাথা ঢেকে রাখার রেওয়াজ আছে, তাদের জন্য এই মামলার রায় তাৎপর্যপূর্ণ।

 

১লা ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস উপলক্ষে নিউইয়র্ক পুলিশের দুই নারী অফিসার।ছবির কপিরাইটGETTY IMAGES
Image caption১লা ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস উপলক্ষে নিউইয়র্ক পুলিশের দুই নারী অফিসার।
 


আপনার মূল্যবান মতামত দিন: