odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 29th October 2025, ২৯th October ২০২৫

চাঁদপুরে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

odhikarpatra | প্রকাশিত: ১১ June ২০২৫ ২৩:০৭

odhikarpatra
প্রকাশিত: ১১ June ২০২৫ ২৩:০৭

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। এ সময় ৬০টি যানবাহনে তল্লাশি করা হয়।

আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ চেক পোস্ট বসানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, চেক পোস্টে ৬০টি যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৪টি মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর বৈধ কাগজপত্র না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করে থানায় পাঠানো হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন: