odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 10th January 2026, ১০th January ২০২৬
নগ্ন ছবি তোলায় পেরুর মাচু পিচু থেকে ৩ পর্যটককে বহিষ্কার লিমা, ১৫ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : পেরুর মাচু পিচু থেকে তিন ইউরোপীয় পর্যটককে বহিষ্কার করা হয়েছে। সেখানে নগ্ন হয়ে ছবি তোলায় তাদেরকে বহিষ্কার করা হয়। দেশটির এটি একটি দর্শনীয় স্থান। বুধবার পুলিশ একথা জ

নগ্ন ছবি তোলায় পেরুর মাচু পিচু থেকে ৩ পর্যটককে বহিষ্কার লিমা, ১৫ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : পেরুর মাচু পিচু থেকে তিন ইউরোপীয় পর্যটককে বহিষ্কার করা হয়েছে। সেখানে নগ্ন হয়ে ছবি তোলায় তাদেরকে বহিষ্কার করা হয়। দেশটির এটি একটি দর্শনীয় স্থান। বুধবার পুলিশ একথা জ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ March ২০১৮ ২০:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ March ২০১৮ ২০:১৯

নগ্ন ছবি তোলায় পেরুর মাচু পিচু থেকে ৩ পর্যটককে বহিষ্কার

লিমা, ১৫ মার্চ, ২০১৮ : পেরুর মাচু পিচু থেকে তিন ইউরোপীয় পর্যটককে বহিষ্কার করা হয়েছে। সেখানে নগ্ন হয়ে ছবি তোলায় তাদেরকে বহিষ্কার করা হয়। দেশটির এটি একটি দর্শনীয় স্থান। বুধবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার এ স্থান থেকে যে তিন পর্যটককে বহিষ্কার করা হয় তাদের একজন জার্মান, একজন সুইজারল্যান্ড এবং অপরজন নেদারল্যান্ডের নাগরিক। 
পুলিশ কর্মকর্তা মার্টিন ফ্লোরেস বলেন, ‘ওই তিন পর্যটক প্যান্ট খুলে তাদের নিতম্বের ছবি তুলে।’ 
তিনি আরো বলেন, ‘সেখানে এমনটা করা নিষিদ্ধ। ফলে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হলেও আটক করা হয়নি।’
উল্লেখ্য, মাচু পিচুতে নগ্ন হওয়াকে পেরু কর্তৃপক্ষ অসম্মানজনক মনে করে।



আপনার মূল্যবান মতামত দিন: