odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 30th December 2025, ৩০th December ২০২৫

ইসরাইলি হামলায় ২০ জনেরও বেশি ইরানি কমান্ডার নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৪ June ২০২৫ ২৩:২৯

odhikarpatra
প্রকাশিত: ১৪ June ২০২৫ ২৩:২৯

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, ইরানে তাদের বিমান হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিসহ ২০ জনেরও বেশি ইরানি সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ড কমান্ডার নিহত হয়েছেন।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের সরকারের নিরাপত্তা ব্যবস্থার ২০ জনেরও বেশি কমান্ডার নিহত হয়েছে।’

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, শনিবার তেহরানের প্রায় ৩শ’ কিলোমিটার পশ্চিমে ইসরাইলি ড্রোন হামলায় একজন পুলিশ প্রধান এবং আরেকজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইল দ্বিতীয় দিনের মতো ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ইসনা প্রেস এজেন্সি জানিয়েছে, আজ সকালে পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে ড্রোন হামলায় পুলিশ প্রধান মেজর হাবিবুল্লাহ আকবরিয়ান এবং সেকেন্ড লেফটেন্যান্ট আমির হোসেন সাইফি নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: