ঢাকা | Tuesday, 14th October 2025, ১৪th October ২০২৫

যশোরে করোনায় ২ জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৯ June ২০২৫ ১৫:১২

odhikarpatra
প্রকাশিত: ১৯ June ২০২৫ ১৫:১২

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে যশোরে দু'জন মারা গেছেন।

এদের একজনের নাম ইউসুফ আলী (৪২)। তিনি বুধবার দিবাগত রাত একটার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত ইউসুফ আলী যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এর আগে বুধবার সকালে একই হাসপাতালের আইসিইউতে শেখ আমির নামে করোনা আক্রান্ত আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, যে দুইজন মারা গেছেন তারা উভয়ই কিডনির জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে।

হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ টুলু বলেন, বুধবার মধ্যরাতে মারা যাওয়া ইউসুফ আলী কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর শহরের ইবনে সিনা ক্লিনিকে দুইবার তার কিডনি ডায়ালাইসিস করতে হয়। পরে তার ঠাণ্ডা ও শ্বাসকষ্ট দেখা দিলে ওই ক্লিনিকেই করোনা পরীক্ষা করা হয়। বুধবার রাত ১০টার দিকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে এবং রাত একটার দিকে তিনি মারা যান।

ডা. টুলু বলেন, যশোর জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন নারী চিকিৎসাধীন আছেন। তবে তার শরীরে অন্য কোন জটিলতা না থাকায় অনেকটা ভাল আছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: