odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইরান-ইসরাইল সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : এরদোয়ান

odhikarpatra | প্রকাশিত: ২০ June ২০২৫ ২৩:৩৬

odhikarpatra
প্রকাশিত: ২০ June ২০২৫ ২৩:৩৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান শুক্রবার বলেছেন, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এ উন্মত্ততা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।
ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এরদোয়ান বলেন, দুঃখজনকভাবে গাজায় চলমান গণহত্যা ও ইরানের সঙ্গে সংঘাত খুব দ্রুত এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখান থেকে আর ফিরে আসার পথ নেই। এই উন্মত্ততা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের পরিণতি আগামী বহু বছর ধরে শুধু এই অঞ্চলেই নয়, বরং ইউরোপ ও এশিয়ার ওপরও প্রভাব ফেলতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: