odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

ইরানে ‘ডজনখানেক’ স্থাপনায় হামলার দাবি ইসরাইলের

odhikarpatra | প্রকাশিত: ২২ June ২০২৫ ২২:৩৪

odhikarpatra
প্রকাশিত: ২২ June ২০২৫ ২২:৩৪

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, রোববার তাদের যুদ্ধবিমান ইরানের বিভিন্ন স্থাপনায় ‘ডজনখানেক’ হামলা চালিয়েছে। এর মধ্যে ইরানের ইয়াজদ শহরে অবস্থিত একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাঁটিও রয়েছে। এ স্থাপনায় প্রথমবারের মতো হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

জেরুজালেম থেকে এএফপি জানায়, এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানায়, প্রায় ৩০টি আইএএফ যুদ্ধবিমান ইরানজুড়ে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইয়াজদ অঞ্চলে অবস্থিত ইমাম হোসেইন স্ট্র্যাটেজিক মিসাইল কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে। সেখানে দূরপাল্লার খুররমশাহ ক্ষেপণাস্ত্র মজুদ ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: