ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ইসলামি কেন্দ্র ভাঙ্গার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ইসলামি কেন্দ্র ভাঙ্গায় ২ নারী গ্রেফতার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ মার্চ ২০১৮ ০১:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৮ ০১:০০

যুক্তরাষ্ট্রে ইসলামি কেন্দ্র ভাঙ্গায় ২ নারী গ্রেফতার

লস অ্যাঞ্জেলস, ১৬ মার্চ, ২০১৮ : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ইসলামি কেন্দ্র ভাঙ্গার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সেখানে তাদেরকে ইসলাম বিরোধী বক্তব্য ধারণ করতে দেখা যাচ্ছিল। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
এক বিবৃতিতে স্থানীয় পুলিশের মুখপাত্র রন ইলকোক বলেন, তদন্তে ইসলামি কেন্দ্রের দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বিভিন্ন জিনিস নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় তাহনী গঞ্জালেস ও এলিজাবেথ ডয়েনহয়ের নামের দুই নারীকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, এ মামলার সাজা ঘোষণার সময় ঘৃণিত এ অপরাধের ব্যাপ্তির বিষয়টি বিবেচনা করা হবে।
এ দুই নারীর ফেসবুকে দেয়া বিভিন্ন ভিডিও পোস্টে তাদেরকে ইসলামি কেন্দ্রে প্রবেশ করতে এবং ইসলাম বিরোধী বক্তব্য দিতে দেখা যাচ্ছে।
এ ইসলামি কেন্দ্রের পরিচালক আহমেদ আল-আকুম এএফপি’কে বলেন, গত ৪ মার্চ সকালে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে কেউ ছিলেন না।



আপনার মূল্যবান মতামত দিন: