ঢাকা | শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

১নংওয়ার্ডের চর হরিদেবপুর ও চর সুহরী সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে হাজারো মানুষ

odhikarpatra | প্রকাশিত: ১ আগস্ট ২০২৫ ১৭:৪৭

odhikarpatra
প্রকাশিত: ১ আগস্ট ২০২৫ ১৭:৪৭

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর হরিদেবপুর ও চর সুহরী সংযোগ সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে

দাঁড়িয়েছে। রাস্তার বিভিন্ন অংশে বড় গর্ত, ভাঙাচোরা অংশ ও কাঁদাজলে সয়লাব অবস্থায় রয়েছে, যা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বিশেষ করে বর্ষাকালে এই দুর্ভোগ সীমাহীন হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, রোগীসহ সব শ্রেণি-পেশার মানুষকেই প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

র হরিদেবপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “এই রাস্তায় হাঁটতেও ভয় লাগে। বৃষ্টি হলে কোথায় গর্ত আর কোথায় রাস্তা, বোঝা যায় না। কয়েকবার মোটরসাইকেল আটো রিক্স দুর্ঘটনাও ঘটেছে।”

চর সুহরী গ্রামের গৃহবধূ শিরিন আক্তার জানান, “সন্তানদের স্কুলে পাঠিয়ে সারাক্ষণ চিন্তায় থাকি, কখন কোন দুর্ঘটনা ঘটে। এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সও চলতে চায় না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ। এটি দুইটি গুরুত্বপূর্ণ চরাঞ্চলকে উপজেলা সদরের সঙ্গে সংযুক্ত করে। তবে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের অভাবে সড়কটি এখন কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা একাধিকবার উপজেলা প্রকৌশলী কার্যালয়ে রাস্তার উন্নয়নের জন্য আবেদন করেছি। কিন্তু এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ শুরু করতে হবে, নইলে এই দুর্ভোগ আরও বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।হরিদেবপুর নাগের বাড়ী থেকে চর হরিদেবপুর বচন গাজী বাড়ি পযন্ত পাকা রাস্তা আতি জরুরী কাজ করা দরকার জনগনের দাবী

মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার, পটুয়াখালী



আপনার মূল্যবান মতামত দিন: