ঢাকা | সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

বিএমএসএফ-এর ১৪ বছর পূর্তি উদযাপন: জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

odhikarpatra | প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ ২১:৪০

odhikarpatra
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ ২১:৪০

ঢাকা, গত ৩০ আগস্ট ২০২৫:

নির্যাতিত, নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অন্যতম প্রাচীন ও বৃহৎ সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১৪ বছর পূর্তি উপলক্ষে গত কাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের তৃণমূল সাংবাদিকরা সীমাহীন বাধা ও নির্যাতনের মুখে পড়ে কাজ করে চলেছেন। এই সংগঠন সেইসব সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বদানকারী ও বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএমএসএফ-এর কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা আশা প্রকাশ করেন, আগামীতেও বিএমএসএফ মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে এবং সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।

মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার পটুয়াখালীঃ



আপনার মূল্যবান মতামত দিন: