ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
কাল সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দু’দিনব্যাপী ভোটগ্রহণ শুরু

কাল সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দু’দিনব্যাপী ভোটগ্রহণ শুরু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ মার্চ ২০১৮ ১৫:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ মার্চ ২০১৮ ১৫:৫৪

কাল সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দু’দিনব্যাপী ভোটগ্রহণ শুরু

 : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাচনে দু’দিনব্যাপী ভোটগ্রহণ কাল শুরু হবে।
সুপ্রিমকোর্ট বারের সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস বাসস’কে জানান, এবারের নির্বাচনে ৬ হাজার ১৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, আগামীকাল ২১ ও পরদিন ২২ মার্চ সকাল ১০ টা থেকে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭ টি নির্বাহী সদস্যের পদ রয়েছে।
বিগত বছরগুলোর নির্বাচনে দেখা গেছে এখানে প্যানেল ভিত্তিক নির্বাচন অনুষ্টিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিতদের হচ্ছে সাদা প্যানেল। অপরদিকে বিএনপিসমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনাদের নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল।
এই নির্বাচনের জন্য সাদা প্যানেল থেকে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি পদে এবং শেখ মোহাম্মদ মোরশেদ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন। সভাপতি-সম্পাদক ছাড়া বাকী পদগুলোতে প্রার্থীরা হলেন- সহ-সভাপতি আলালউদ্দীন ও ড. মোহাম্মদ শামসুর রহমান, ট্রেজারার ড. মোহাম্মদ ইকবাল করিম, সহ-সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক ও ইয়াদিয়া জামান, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, হুমায়ুন কবির, চঞ্চল কুমার বিশ্বাস, শাহানা পারভীন, রুহুল আমিন তুহিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া, মোহাম্মদ মুজিবর রহমান সম্রাট।
নীল প্যানেল থেকে সভাপতি পদে বর্তমান সভাপতি পদে এডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্ধিতা করছেন। এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে ড. মো. গোলাম রহমান ভুইয়া ও এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে নাসরিন আক্তার, সহ-সম্পাদক পদে কাজী জয়নুল আবেদীন ও আনজুমানারা বেগম, সদস্য পদে-ব্যারিস্টার সাইফুর আলম মাহমুদ, মো. জাহাঙ্গীর জমাদ্দার, মো. এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীনারা লাইলী, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহেদী হাসান।
এ ছাড়াও সভাপতি পদে আইনজীবী শাহ খসরুজ্জামান ও ড. ইউনুছ আলী আকন্দ প্রার্থী রয়েছেন। সম্পাদক পদে আবুল বাশার ও সদস্য পদে তাপস কুমার দাস নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ ওয়াই মশিউজ্জামান।



আপনার মূল্যবান মতামত দিন: