odhikarpatra@gmail.com ঢাকা | শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

অষ্ট্রিয়ার সাংবাদিক মাহবুবুর রহমান এজেএইচআরএফ অ্যাওয়ার্ড ২০২৫-এ মনোনীত

odhikarpatra | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ১৪:২৫

odhikarpatra
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ১৪:২৫

চার দশকের বেশি সময় ধরে ইউরোপে সাংবাদিকতা, সংগঠন ও প্রবাসী সমাজের সেবায় অবদান রাখায় সম্মানজনক এজেএইচআরএফ  অ্যাওয়ার্ড ২০২৫-এ মনোনয়ন পেয়েছেন অষ্ট্রিয়া প্রবাসী সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

মুক্তিযুদ্ধ থেকে সাংবাদিকতা

ভোলা জেলার সন্তান মাহবুবুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৯৮৪ সালে অষ্ট্রিয়ার ভিয়েনায় স্থায়ী হন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি আগ্রহী হয়ে ১৯৮৯ সাল থেকে ইউরোপের সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত হন।

নেতৃত্ব ও সংগঠন

তিনি বর্তমানে ইউরো বাংলা টাইমস-এর এডিটর-ইন-চিফ, ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইবিজেএ)-এর প্রধান উপদেষ্টা এবং অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি। অতীতে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন। তাঁর নেতৃত্বে ইউরোপ প্রবাসী সাংবাদিক সমাজে ঐক্য ও দক্ষতার বিকাশ ঘটেছে।

স্বীকৃতি ও পরিবার

মাহবুবুর রহমানের সাংবাদিকতা, নেতৃত্ব ও প্রবাসে থেকেও মাতৃভূমির সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার প্রয়াস তাঁকে অনন্য করেছে। তাঁর ছেলে ভিয়েনার ২৩ নম্বর জেলার কাউন্সিলর হিসেবে টানা দুইবার নির্বাচিত হয়েছেন।

সম্মানজনক অর্জন

এজেএইচআরএফ অ্যাওয়ার্ড   ২০২৫-এ মনোনয়ন পাওয়া তাঁর নিরলস শ্রম, সততা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি এক গৌরবময় স্বীকৃতি।



আপনার মূল্যবান মতামত দিন: