
প্রবাসী সাংবাদিক সমাজের পরিচিত মুখ হাবিবুর রহমান হেলাল এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা, নেতৃত্ব ও সমাজসেবার মাধ্যমে প্রবাসে থেকেও বাংলাদেশ এবং ইউরোপের গণমাধ্যমকে সমৃদ্ধ করেছেন।
হাবিবুর রহমান হেলালের জন্ম বাংলাদেশের হবিগঞ্জ জেলায়। তাঁর পিতা ফরিদ উদ্দিন চৌধুরী ও মাতা রহিমা খাতুন। শৈশব কেটেছে চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম কমার্স কলেজে পড়াশোনা করেন এবং পারিবারিক ব্যবসা ‘হেলাল মোটরস’-এ বাবাকে সহযোগিতা করেন। পরবর্তীতে ঢাকা কমার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ১৯৮৫ সালে জার্মানিতে পাড়ি জমান।
ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি গভীর আগ্রহ তাঁকে নব্বই দশক থেকে ইউরোপীয় সাংবাদিকতায় সক্রিয় করে তোলে। বর্তমানে তিনি চ্যানেল আই জার্মানির ফরেন স্পেশাল করেসপন্ডেন্ট এবং একইসাথে ইউরোপিয়ান নিউজ এজেন্সি-র সাংবাদিক হিসেবে কাজ করছেন।
সংগঠনের নেতৃত্বেও তিনি অনন্য। বর্তমানে তিনি ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (EBJA)-এর সভাপতি এবং জার্মান-বাংলা প্রেসক্লাব e.V.-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন। তাঁর নেতৃত্ব প্রবাসী সাংবাদিকদের মধ্যে ঐক্য, দক্ষতা ও শক্তিশালী যোগাযোগের ক্ষেত্র তৈরি করেছে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি Hyatt Regency Mainz-এ কর্মরত আছেন, যেখানে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
প্রবাসে থেকেও মাতৃভূমির প্রতি টান ও দায়িত্বশীলতা তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে। বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, দেশের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য ও দায়িত্বশীলতার বার্তা পৌঁছে দেওয়াই তাঁর জীবনের মূল লক্ষ্য।
এই সম্মাননা হাবিবুর রহমান হেলালের দীর্ঘদিনের নিরলস শ্রম, সততা, নেতৃত্ব ও সাংবাদিকতার প্রতি অনুরাগের এক গৌরবময় স্বীকৃতি। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
আপনার মূল্যবান মতামত দিন: