odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

১২ বলে ১১টি ছক্কা! ভারতীয় ব্যাটারের বিস্ফোরক ইনিংসে শেষ ১২ বলে উঠলো ৭১ রান!

odhikarpatra | প্রকাশিত: ৩১ August ২০২৫ ১৮:৩৮

odhikarpatra
প্রকাশিত: ৩১ August ২০২৫ ১৮:৩৮

 

ক্রিকেট মাঠে চোখ ধাঁধানো এক ইনিংস উপহার দিলেন এক ভারতীয় ব্যাটার, যিনি মাত্র ১২ বলে হাঁকালেন ১১টি ছক্কা! এমন দুর্ধর্ষ ব্যাটিং ঝড় দেখা যায় না প্রতিদিন। শেষ ১২ বলে দল তুললো ৭১ রান—যা রীতিমতো অবিশ্বাস্য।

এই অনন্য কৃতিত্ব অর্জন করেছেন ভারতের ঘরোয়া ক্রিকেটের এক প্রতিভাবান ব্যাটার। তাঁর ইনিংসের শেষ ১২ বলে ১১টি ছক্কা এবং ১টি দুই রান নিয়ে দাঁড়িয়ে যায় অবিশ্বাস্য স্কোর—৭১ রান! মাঠে থাকা দর্শকরা যেমন উত্তেজনায় কাঁপছিলেন, তেমনি সোশ্যাল মিডিয়ায়ও এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এমন ধ্বংসাত্মক ব্যাটিং এক কথায় বিরল। আন্তর্জাতিক পর্যায়ের খেলাতেও এমন ইনিংস খুব বেশি দেখা যায় না।

এই ইনিংসটি ফের প্রমাণ করলো, ভারতীয় ক্রিকেটে ট্যালেন্টের অভাব নেই। শুধুমাত্র সুযোগ পেলেই এরা আন্তর্জাতিক মঞ্চেও বাজিমাত করতে পারে।

ঘরোয়া ক্রিকেট হোক কিংবা লিগ ভিত্তিক টুর্নামেন্ট, এমন পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে দেয়। এখন দেখার বিষয়, এই ব্যাটারের এমন নজরকাড়া ইনিংস ভবিষ্যতে জাতীয় দলের দরজায় কড়া নাড়ে কিনা।


 



আপনার মূল্যবান মতামত দিন: