
থাই আদালতে লাওসের মাদক সম্রাটের যাবজ্জীবন কারাদন্ড
মি. এক্স’ নামে পরিচিত লাওসের একজন মাদক সম্রাটকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে থাইল্যান্ডের একটি আদালত।
লাওসের নাগরিক জাইসানা কেওপিমফাকে ব্যাংককের প্রধান বিমানবন্দর থেকে গত বছরের জানুয়ারি মাসে আটক করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তাকে মিয়ানমারে তৈরি বিপুল পরিমাণ ‘ইয়াবা’ ট্যাবলেট ও আইস কিস্ট্রাল মেথ লাওসের মধ্যদিয়ে থাইল্যান্ডে পাচারকারী চক্রের হোতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
লাওসের সীমান্তটি থাইল্যান্ড, মালয়েশিয়া এমনকি অস্ট্রেলিয়া ও জাপানেও মাদক পাচারের রুট হিসেবে ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। ওই দেশগুলোতে মাদকটি অত্যন্ত চড়া মূল্যে বিক্রি হয়।
প্রাথমিকভাবে ব্যাংককের একটি আদালত জয়সানাকে মৃত্যুদ-াদেশ দেয়। কিন্তু পরে তার স্বীকারোক্তির কারণে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়। ২০১৬ সালে তিনি ১২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
আপনার মূল্যবান মতামত দিন: