
ঢাকা: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) প্রতিনিধি দল। বুধবার (৩ সেপ্টেম্বর) যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে মহেশখালী-মাতারবাড়ী এলাকায় একটি আধুনিক শহর গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।
মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিন ধাপের প্রকল্প পরিকল্পনা উপস্থাপন করেন। এতে বলা হয়, ২০২৫ থেকে ২০৩০, ২০৩০ থেকে ২০৪৫ এবং ২০৪৫ থেকে ২০৫৫—এই তিন ধাপে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ২৫ লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে দেশের জিডিপিতে যুক্ত হবে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, মহেশখালী শুধু একটি গভীর সমুদ্র বন্দর নয়, বরং একটি আধুনিক আন্তর্জাতিক শহর হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে ‘ব্লু ইকোনমি’ বা নীল অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি আরও জানান, নতুন শহরে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ইকো-ট্যুরিজম পার্কসহ আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। একইসঙ্গে পরিবেশ ও বন সংরক্ষণের জন্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন মিডার সদস্য কমোডর তানজিম ফারুক, মো. সারোয়ার আলম, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং সচিব মো. সাইফুল্লাহ পান্না।
আপনার মূল্যবান মতামত দিন: