odhikarpatra@gmail.com ঢাকা | রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

এনআইডি হারালে আর জিডি করার প্রয়োজন নেই: নির্বাচন কমিশন

odhikarpatra | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০

odhikarpatra
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে আর সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইসি জানায়, এতদিন এনআইডি হারানোর পর পুনরায় কার্ড পেতে আবেদন করার জন্য থানায় গিয়ে জিডি করতে হতো। এখন থেকে এ প্রক্রিয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ফলে নাগরিকদের সময় ও ঝামেলা দুটোই কমবে।

এছাড়া, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬ জন বিভিন্ন কারণে এনআইডি সংশোধনের আবেদন করেন। এর মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করেছে কমিশন।

নির্বাচন কমিশনের মতে, নতুন এ উদ্যোগে সেবা আরও সহজ হবে এবং নাগরিকরা দ্রুত এনআইডি সম্পর্কিত সমস্যার সমাধান পাবেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: