
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে আর সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ইসি জানায়, এতদিন এনআইডি হারানোর পর পুনরায় কার্ড পেতে আবেদন করার জন্য থানায় গিয়ে জিডি করতে হতো। এখন থেকে এ প্রক্রিয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ফলে নাগরিকদের সময় ও ঝামেলা দুটোই কমবে।
এছাড়া, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬ জন বিভিন্ন কারণে এনআইডি সংশোধনের আবেদন করেন। এর মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করেছে কমিশন।
নির্বাচন কমিশনের মতে, নতুন এ উদ্যোগে সেবা আরও সহজ হবে এবং নাগরিকরা দ্রুত এনআইডি সম্পর্কিত সমস্যার সমাধান পাবেন।
NID correction Bangladesh NID হারালে কি করবেন বাংলাদেশ এনআইডি সেবা নির্বাচন কমিশন সিদ্ধান্ত জাতীয় পরিচয়পত্র হারানো এনআইডি জিডি লাগবে না এনআইডি হারালে করণীয়
আপনার মূল্যবান মতামত দিন: