
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৫: :বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ জাতীয় নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ভ্যাটিকান। তবে তারা স্পষ্ট করেছে—কোনো রাজনৈতিক দল, সরকার বা নির্দিষ্ট ফলাফলের পক্ষে তাদের কোনো অবস্থান নেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে ‘পোপ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. র্যান্ডেল বলেন,
“বাংলাদেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন হলি সি সবসময় আপনাদের পাশে রয়েছে। আমরা চাই একটি অবাধ, ন্যায়সংগত ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃধর্মীয় সংলাপের জন্য ভ্যাটিকানের ডিকাস্ট্রির প্রধান কার্ডিনাল জর্জ জ্যাকব কুভকাড। সফরের অংশ হিসেবে তিনি জাতীয় মসজিদ, হিন্দু মন্দির, বৌদ্ধ প্যাগোডা পরিদর্শন করেন এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষাবিদের সঙ্গে বৈঠক করেন।
আর্চবিশপ র্যান্ডেল বলেন, প্রায় পাঁচ লাখ খ্রিস্টান নাগরিক অন্যদের মতোই স্বাধীনভাবে ভোট দেবেন। তিনি জোর দিয়ে বলেন, ধর্মকে কখনো ঘৃণা, সহিংসতা বা বিভাজনের অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। বরং শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি অধ্যাপক সি. আর. আবরার বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্যাটিকানের সম্পর্ক শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি সবাইকে শান্তির সেতুবন্ধন গড়তে ও ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ঢাকায় পোপ দিবসের অনুষ্ঠানে ভ্যাটিকান রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন কামনা করে হলি সি। কোনো দল বা ফলাফলের পক্ষে তারা নয়, বরং শান্তি ও ন্যায়বিচারের প্রতি দৃঢ় অবস্থান নিয়েছে।
বাংলাদেশ নির্বাচন ২০২৫ ভ্যাটিকান নির্বাচন বার্তা অবাধ ও সুষ্ঠু নির্বাচন ভ্যাটিকান রাষ্ট্রদূত বাংলাদেশ পোপ দিবস ঢাকা
আপনার মূল্যবান মতামত দিন: