odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের ২ জাহাজ

odhikarpatra | প্রকাশিত: ১৫ September ২০২৫ ২০:১৭

odhikarpatra
প্রকাশিত: ১৫ September ২০২৫ ২০:১৭

ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে আন্তর্জাতিক একটি মিশনের নৌবহর রওনা হয়েছে। এতে যোগ দিতে গ্রিসের সাইরোস দ্বীপ থেকে গতকাল রোববার সন্ধ্যায় দু’টি জাহাজ যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক মিশনটি গাজায় ইসরাইলি অবরোধ ভেঙে মানবিক ত্রাণ সরবরাহের লক্ষ্যে কাজ করছে।

গ্রিসের সাইরোস দ্বীপ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে প্রায় ৫০০ মানুষ গ্রিসের এরমোপোলিস বন্দরে জমায়েত হয়ে দুর্ভিক্ষপীড়িত গাজার জন্য ত্রাণ বহনকারী গ্রিক পতাকাবাহী দু’টি জাহাজকে বিদায় জানিয়েছে।
৩৯ বছর বয়সী ক্রু কোস্টাস ফোরিকোস এএফপিকে বলেন, এটি ইসরাইলকে দেখিয়ে দেওয়ার একটি উপায় যে, কাউকে জোরপূর্বক অনাহারে রাখার অধিকার থাকা উচিত নয়। সেই সঙ্গে অবর্ণনীয় কষ্ট সহ্যকারী গাজাবাসীর প্রতিও সংহতি প্রকাশ করার উপায় এটি।
আরেক ক্রু সদস্য অ্যাঞ্জেলিকি সাভানতোগলু বলেন, এই নৌবহরের লক্ষ্য ছিল আমাদের নিজ নিজ দেশের সরকারকে ইসরাইলের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বন্ধ করতে এবং এই গণহত্যা বন্ধ করতে চাপ দেওয়া। আমরা চাই এই গণহত্যা বন্ধ হোক।

 



আপনার মূল্যবান মতামত দিন: