ঢাকা | Wednesday, 15th October 2025, ১৫th October ২০২৫

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম ছোঁড়া: আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

odhikarpatra | প্রকাশিত: ২৬ September ২০২৫ ০০:০০

odhikarpatra
প্রকাশিত: ২৬ September ২০২৫ ০০:০০

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নিউইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ডিম ছোঁড়ার অভিযোগে মামলা করেছেন। মামলায় দুইজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।


স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলাটি দায়ের করেন আখতার হোসেন। তিনি গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জানান, হামলার পর আক্রমণকারীরা হোটেল লবিতেও হামলার চেষ্টা করে কিন্তু স্থানীয় এনসিপি সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তা প্রতিহত করেন। পরে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার মামলা করার পরামর্শ দেন এবং তিনি আইনগত পদক্ষেপ নেন।


আখতার হোসেন বলেন, “যারা আমাদের ওপর হামলা করেছে তারা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত এবং মানবতাবিরোধী অপরাধ করেছে। আমরা চাই এই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক যাতে তারা আর দেশে বা বিদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে।”

ফৌজদারি অপরাধ বিশেষজ্ঞ অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, “কোনো বাংলাদেশি বিদেশে হামলার শিকার হলে তিনি ওই দেশের প্রচলিত আইনে মামলা করতে পারেন এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের সাজাও হতে পারে।”

 



আপনার মূল্যবান মতামত দিন: