odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫

ঢাবি ব্যালট প্রিন্টিং নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

odhikarpatra | প্রকাশিত: ২৮ September ২০২৫ ১৪:১২

odhikarpatra
প্রকাশিত: ২৮ September ২০২৫ ১৪:১২

অধিকারপত্র ডেস্ক 
ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের ব্যালট প্রস্তুতি ও বিতর্কিত প্রিন্টিং প্রসঙ্গে ব্রিফ করেন।

তিনি জানান, সহযোগী ভেন্ডর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছে যে নীলক্ষেতে ২২ রিম কাগজ দিয়ে ৮৮ হাজার ব্যালট ছাপানো হয়। প্রিন্টিং, কাটিং ও প্রি-স্ক্যান প্রক্রিয়া শেষে মোট ৮৬ হাজার ২৪৩টি ব্যালট প্যাকেটে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করা হয়। অতিরিক্ত ব্যালটগুলো প্রচলিত নিয়মে ধ্বংস করা হয়েছে।

ভেন্ডর আরও জানায়, কাটিং শেষে প্রি-স্ক্যান কার্যক্রম তাদের মূল অফিসে সম্পন্ন করে সিলগালা প্যাকেট বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করা হয়েছে এবং চুক্তি অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে ব্যস্ততার কারণে নীলক্ষেতে প্রিন্টিং ও কাটিংয়ের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করতে ভুল হয়েছে বলে স্বীকার করেছে তারা।

 উপাচার্যের বক্তব্য:
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে এবং ভোটগ্রহণে কোনো অনিয়ম না হয় তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।



আপনার মূল্যবান মতামত দিন: