ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫
যুক্তরাষ্ট্রে আবারও সরকার বন্ধ (শাটডাউন) হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বাজেট বিল নিয়ে কংগ্রেসে সমঝোতা না হওয়ায় ২০১৯ সালের পর ফের বড় রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা। 

যুক্তরাষ্ট্র সরকার আবারও শাটডাউনের পথে

odhikarpatra | প্রকাশিত: ৩০ September ২০২৫ ২২:০৯

odhikarpatra
প্রকাশিত: ৩০ September ২০২৫ ২২:০৯

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫

ওয়াশিংটন পরিস্থিতি

অর্থবছর ২০২৬ শুরু হওয়ার মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে আবারও সরকারি শাটডাউনের আশঙ্কা দেখা দিয়েছে। বাজেট বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় এ সঙ্কট তৈরি হয়েছে।

কংগ্রেসে অচলাবস্থা

গত ১৯ সেপ্টেম্বর হাউস অব রিপ্রেজেন্টেটিভস রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেট বিল পাস করে, যা সাময়িকভাবে ২১ নভেম্বর পর্যন্ত সরকারের ব্যয় নির্বাহের ব্যবস্থা করবে। তবে সিনেটে বিলটির অনুমোদন আটকে যায়। ফলে নতুন অর্থবছর শুরু হলেও বাজেট পাস না হওয়ায় শাটডাউনের ঝুঁকি তৈরি হয়েছে।

 ট্রাম্পের বৈঠকও ব্যর্থ

সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেও কোনো সমাধান আসেনি।

  • ডেমোক্র্যাটরা স্বাস্থ্যবিমার ভর্তুকি বাড়ানো এবং মেডিকেইড কাটছাঁট বাতিলের দাবি জানাচ্ছে।
  • অন্যদিকে রিপাবলিকানরা এ দাবিতে ছাড় দিতে রাজি নয়।

 দুই দলের নেতাদের অবস্থান

  • ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা সমঝোতায় আসছে না, ফলে দেশ শাটডাউনের দিকে যাচ্ছে।
  • অপরদিকে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, শাটডাউন এড়ানোর দায়িত্ব রিপাবলিকানদেরই নিতে হবে।

বড় ধরনের প্রভাবের শঙ্কা

বর্তমানে রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠ হলেও, সিনেটে বিল পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোট নেই। সমঝোতা ব্যর্থ হলে ২০১৯ সালের পর এটাই হবে যুক্তরাষ্ট্রে প্রথম শাটডাউন।



আপনার মূল্যবান মতামত দিন: