
রাবাত (মরক্কো), ১ অক্টোবর ২০২৫
মরক্কোর বিভিন্ন শহরে চলমান বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলনে এ পর্যন্ত ৪০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে অন্তত ২৬৩ জন পুলিশ সদস্য ও ২৩ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “সরকার আইনের শাসন মেনে চলতে বদ্ধপরিকর, তবে সহিংসতা ও ভাঙচুরকে প্রশ্রয় দেওয়া হবে না।”
অন্যদিকে, বিক্ষোভ সংগঠক যুবসমাজের অনলাইন প্ল্যাটফর্ম “GenZ 212” বলেছে, তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ প্রতিবাদ, কিন্তু দমননীতি আন্দোলনকে সংঘর্ষে রূপ দিচ্ছে।
বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন— “স্টেডিয়াম আছে, হাসপাতাল কোথায়?”— যা জনসেবায় বৈষম্য ও অব্যবস্থাপনার প্রতি তাদের ক্ষোভের প্রতিফলন।
বিশেষজ্ঞদের মতে, এই আন্দোলন মরক্কোর আসন্ন সংসদীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: