odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড ঘোষণা, ডাক পেলেন সাইফ হাসান

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৫ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৫ ২৩:৫৮

ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (অধিকার পত্র ডটকম) — আফগানিস্তানের বিপক্ষে আগামী ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে সাইফ হাসান প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।

স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানও। নিয়মিতদের সঙ্গে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। মেহেদী হাসান মিরাজকেই অধিনায়ক হিসেবে রাখা হয়েছে এই সিরিজে।

তবে ওয়ানডে দলে জায়গা হয়নি টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনের। এছাড়া দলে রয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলামও।

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর শেখ জায়েদ স্টেডিয়ামে।



আপনার মূল্যবান মতামত দিন: