odhikarpatra@gmail.com ঢাকা | শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

“সিঙ্গাপুর এয়ারলাইন্স ঘোষণা বিশেষ রিটার্ন ভাড়া — এশিয়া ও অস্ট্রেলিয়ায় সাশ্রয়ী যাতায়াত”

odhikarpatra | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ১০:২১

odhikarpatra
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ১০:২১

অধিকার পত্র ডেস্ক 

ঢাকা থেকে দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়া গন্তব্যে বিশেষ রিটার্ন ভাড়া ঘোষণা করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। ভাড়া প্রযোজ্য হবে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত

সিঙ্গাপুর এয়ারলাইন্স ঘোষণা করেছে ঢাকা থেকে এশিয়া ও অস্ট্রেলিয়া গামী রুটে নতুন বিশেষ রিটার্ন ভাড়া অফার।

এই অফার শুধুমাত্র নির্ধারিত তারিখ ও রুটগুলিতে প্রযোজ্য হবে। যাত্রীদের দাবি করা হয়েছে, টিকিট কাটার সময় সিট থাকা আবশ্যক।

  উল্লেখযোগ্য ভাড়া

  • থাইল্যান্ড (ফুকেট) রিটার্ন: ৳ ৪১,৪১৭
  • মালয়েশিয়া (কুয়ালালামপুর): ৳ ৩৮,৭৯১
  • ইন্দোনেশিয়া (বালি): ৳ ৫১,১৭০
  • সিঙ্গাপুর: ৳ ৪৪,৫৫৩
  • অস্ট্রেলিয়া (মেলবোর্ন): ৳ ১,১৭,৫৭১
  • অস্ট্রেলিয়া (সিডনি): ৳ ১,১৮,৬২৬

ওফারে টিকিট কাটার সময় নিম্নলিখিত শর্ত প্রযোজ্য হবে:

  • ক্যান্সেল করলে কোন টাকা ফেরত পাওয়া যাবে না
  • নাম পরিবর্তন বা যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে না
  • যদি যাত্রার দেশ থেকে ভিসা বাতিল হয়, তাহলে অফিসিয়াল কাগজপত্র জমা দিয়ে পূর্ণ টিকিট মূল্য ফেরত দেওয়া হবে।

টিকেট কেটে যাতায়াত করার সময় যাত্রী ২৫ কেজি চেক-ইন ব্যাগেজ ও ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন।
বাংলাদেশের যেকোনো ব্যাংকের আন্তর্জাতিক (ডুয়েল কারেন্সি) ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে এই টিকিট কেনা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: