ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫
নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৫ কেজি গাঁজা জব্দ ও একজন আটক হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

নরসিংদীতে মাদকসহ একজন আটক  

odhikarpatra | প্রকাশিত: ৫ October ২০২৫ ১৫:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৫ October ২০২৫ ১৫:৫৪

 

নরসিংদী, ৫ অক্টোবর, ২০২৫ : নরসিংদীতে মাদকসহ আল মামুন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।   

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের নোয়াদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আল মামুন মৌলভীবাজারের কমলগঞ্জের মৃত আজিজুর রহমানের ছেলে।

তথ্য নিশ্চিত করে নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, পিকআপ ভ্যানের নিচের অংশে একটি চেম্বার তৈরি করে সেখানে বিশেষ কায়দায় ৪৫ কেজি গাঁজা মৌলভীবাজার থেকে রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছিল। জেলা গোয়েন্দা পুলিশ খবর পেয়ে পিকআপ ভ্যানসহ চালককে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। 

এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।



আপনার মূল্যবান মতামত দিন: