ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

বাউফলে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ ও জরিমানা আদায়

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ১৪:৫২

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ১৪:৫২

পটুয়াখালি, ৬ অক্টোবর ২০২৫ : জেলার বাউফলে মা ইলিশ রক্ষার লক্ষ্যে এক কঠোর অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ কারেন্ট জাল ৩ হাজার মিটার জব্দ ও ধ্বংস করা হয় এবং অপরাধীদের মাঝে তৎক্ষণাত জরিমানা আরোপ করা হয়।

অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে আনিস মৃধা (৩০), সজিব মোল্লা (১৮) ও ইমরান হোসেন (২২) নামে তিন জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জব্দ করা জাল ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মা ইলিশ মাছ মসজিদ-মাদ্রাসায় দান করা হয়ে

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান, “মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। রক্ষা কর্মসূচি আরও বাড়িয়ে করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।”



আপনার মূল্যবান মতামত দিন: