odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

কুমিল্লার মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ১৭:০৪

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ১৭:০৪

কুমিল্লা, ৬ অক্টোবর, ২০২৫ : কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার ছয় বছরের মেয়ে সামিয়া আক্তার ও মান্নান মিয়ার চার বছরের ছেলে মাছুম বিল্লাহ। তারা আপন খালাতো ভাই-বোন। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুদের চাচা মোশারফ হোসেন জানান, সামিয়া ও মাছুম বিল্লাহ বিকেলে পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করতে থাকে। এ সময় আশপাশের পুকুরগুলোতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় নুরু মিয়ার ঘরের পাশের পুকুর থেকে সাড়ে ৭টার দিকে তাদের উদ্ধার করা হয়। পরে চাপিতলা নুরজাহান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: