odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫
এটি হবে ইতিহাসের ২৬২তম এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ জিতেছে ১০৫ বার, বার্সেলোনা ১০৪ বার। অর্থাৎ জয়-পরাজয়ের ব্যবধান মাত্র একটি ম্যাচ।

লা লিগায় ২৬২তম এল ক্লাসিকো রবিবার: শ্রেষ্ঠত্বের লড়াইয়ের উত্তেজনার আগুন ছড়াচ্ছে রিয়াল-বার্সা দ্বৈরথ

Special Correspondent | প্রকাশিত: ২৫ October ২০২৫ ২২:৩০

Special Correspondent
প্রকাশিত: ২৫ October ২০২৫ ২২:৩০

স্থান: সান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ, ষ্পেন

সময়: রবিবার, বাংলাদেশ সময় রাত ১০:১৫টা (স্থানীয় সময় বিকেল ৪:১৫টা)

স্পেনের ফুটবলের সবচেয়ে আলোচিত দ্বৈরথ এল ক্লাসিকো আবারও ফিরছে রবিবার (২৬ অক্টোবর)। লা লিগার এই ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গত মৌসুমে বার্সেলোনা টানা চারটি ক্লাসিকো জিতে রিয়ালকে ধাক্কা দিয়েছিল। তবে এবার কিলিয়ান এমবাপে নেতৃত্ব দিচ্ছেন আগ্রাসী মাদ্রিদ আক্রমণভাগকে যার লক্ষ্য প্রতিশোধ আর শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়া। রিয়াল মাদ্রিদ বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর বার্সেলোনা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। কোচ কার্লো আনচেলোত্তির দল গত কয়েক ম্যাচে দুর্দান্ত ফর্মে বিশেষ করে এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র জুটি প্রতিপক্ষ রক্ষণের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। অন্যদিকে জাভি হার্নান্দেজের বার্সেলোনা ইনজুরির ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তরুণ লামিন ইয়ামাল, ফেরান তোরেস ও রবার্ট লেভানদোভস্কির পারফরম্যান্সেই তাদের ভরসা।

প্রতি মৌসুমেই এই ম্যাচ স্প্যানিশ ফুটবলের বাইরেও বিশ্বজুড়ে কোটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। সামাজিক মাধ্যমে “#ElClasico” ট্রেন্ড করছে ইতিমধ্যেই। এবারের ক্লাসিকো কেবল লা লিগার তিন পয়েন্টের লড়াই নয় এটি গৌরব, ঐতিহ্য ও ইতিহাসের প্রতীক। ২৬২তম এল ক্লাসিকোর দেখাতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জয়-পরাজয়ের ব্যবধান মাত্র একটি ম্যাচ। আগমীকালের লড়াইয়ে বোঝা যাবে সমান হবে নাকি কেউ এগিয়ে যাবে। এমবাপে, বেলিংহ্যাম, ইয়ামাল ও লেভানদোভস্কির পারফরম্যান্স নির্ধারণ করবে কে হাসবে শেষ হাসি। ফুটবলপ্রেমীরা বিশ্বের সকল প্রান্ত থেকে তাকিয়ে থাকবে এই উত্তেজনাপূর্ণ মহারণের দিকে।

সম্ভাব্য একাদশ:

রিয়াল মাদ্রিদ: কেপা; কার্ভাহাল, রুডিগার, নাচো, মেন্ডি; বেলিংহ্যাম, কামাভিঙ্গা, ক্রুস; ভিনিসিয়াস, এমবাপে, রদ্রিগো।

বার্সেলোনা: টার স্টেগেন; কুন্দে, আরাউহো, ক্রিস্টেনসেন, বাল্ডে, গাভি, ডি ইয়ং, গুণদোগান; ইয়ামাল, লেভানদোভস্কি, ফেরান তোরেস।

-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: